কলাপাতায় মোরা এগরা বিস্ফোরণ কান্ডের মূল অভিযুক্ত ভানুবাগের দেহ, মারা গেলেন ভানু বাগ, এখন বিস্ফোরণ কান্ডের তদন্তর কি হবে প্রশ্ন একটাই?
ভানুবাগের মৃত্যুর ঘটনায় রহস্যের দানা বাঁধছে এলাকার মানুষের মধ্যে। সূত্রে খবর রাত্রিতে সিআইডির কাছে গোপন জবাববন্দী দেবার পরই মারা যায় ভানু বাগ ওরফে কৃষ্ণপদ বাগ। উড়িষ্যার কটকে বেসরকারি হাসপাতালে মারা যায়। বাবার মৃত্যুর পরেই ছেলে পৃথ্বীরাজ কে উড়িষ্যা থেকে আনা হয় এগরা পুলিশ স্টেশনে, সেখান থেকে নিয়ে যাওয়া হবে কাঁথি আদালতে। কলাপতায় মোরা ভানুবাগের আচমকায় মৃত্যু ঘটনায় রহস্যের দানা বাঁধছে সকলের মনে,তার কারণ এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত তিনিই মারা গেছেন এখন তদন্তের মোড কোন দিকে ঘুরে, সেটাই এখন দেখার। তবে এখন পর্যন্ত এলাকা থমথমে পরিস্থিতি রয়েছে তবে করা পুলিশি নজরদারি রয়েছে এলাকায়।
পূর্ব মেদিনীপুর থেকে অংশুমানপন্ডার রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।

Leave a Reply