12 চাকা লরি ও বিয়ে ঘরের কোণে বোঝায় ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘ মৃত এক আহত কমপক্ষে দশেরও বেশি,দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কতুলপুর থানার অন্তর্গত মির্জাপুরে,

Bangla circle news

12 চাকা লরি ও বিয়ে ঘরের কোণে বোঝায় ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘ মৃত এক আহত কমপক্ষে দশেরও বেশি,দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কতুলপুর থানার অন্তর্গত মির্জাপুরে,

রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়া
সূত্রের খবর বাঁকুড়ার জয়পুর থানার অন্তর্গত ছাতিনা থেকে মেয়ে বাড়ির লোকজন – একলখিতে ট্রাক্টরে চেপে বিয়ে বাড়ির আশীর্বাদ পর্ব করতে গিয়েছিলেন একদল আদিবাসী সমাজের পুরুষ মহিলারা,
ফেরার পথে কোতুলপুর থানার অন্তর্গত মির্জাপুর সংলগ্ন মেইন রোডে ঘটে যায় এই দুর্ঘটনা ,,, ঘটনাস্থলে থাকা ব্যাক্তিরা বলেন জয়পুর দিক থেকে কোতুলপুর দিকে রওনা দেওয়া একটি 12 চাকা লরি বেসামাল হয়ে সজোরে ধাক্কা মারে উল্টো দিকে আসা কন্যা পক্ষের তরফে থাকা ট্রাক্টরে , সাথেসাথে পাল্টি হয় উভয় গাড়ী 2 টি,
আর ওই ধাক্কার জেরে ট্রাক্টরে থাকা ব্যাক্তিরা ছিটকে পড়ে যান বেশ কয়েকজন,আর কিছু জন চাপা যায় ট্রাক্টরের ডালার নীচে,,, এতটাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা, দ্রুত ছুটে আসেন স্থানীয় এলাকাবাসী ও পড়ে কোতুলপুর থানায় খবর দেয়া হলে ছুটে আসেন কোতুলপুর থানার পুলিশ।আহত ব্যক্তিদের উদ্ধার করে কোতুলপুর গ্রামীন হাসপাতালে পাঠালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি দেখে এখন পর্যন্ত 3 জনকে বাঁকুড়া মেডিকেলে স্থানান্তরিত করেছে এবং আহতদের পাশাপাশি 1 জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়,,,

এতটাই ভয়াবহ দুর্ঘটনা যে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে jcb ও ক্রেইন এর সাহায্যে নিয়ে পাল্টি হওয়া গাড়ি গুলিকে তুলানোর চেষ্টা করেন এবং তাঁর ভিতরে কোনো ব্যক্তি এখনো চাপা রয়েছেন কিনা সেদিকে নজর রেখেছেন,,,,,,
বাঁকুড়ার কোতুলপুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।

বাইট :-

১) কৃষ্ণ হেমব্রম ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *