ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে বিনপুর হাড়দা থানার ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির।
তন্ময় নন্দী, ঝাড়গ্রাম
মঙ্গলবার ঝাড়গ্রাম পুলিশের উদ্যোগে বিনপুর থানার ব্যবস্থাপনায় হাড়দা ক্যাম্পে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। সাধারণ প্রান্তিক এলাকার মানুষেরা সবসময় নিজের সময় বের করে ডাক্তার দেখাতে যেতে পারে না শুধু তাই নয় তাদের কাছে অর্থ একটা বড় ব্যাপার। এবার সেই প্রান্তিক মানুষের সহায়তায় এগিয়ে এল ঝাড়গ্রাম জেলা পুলিশ। এই শিবিরকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা। পুরুলিয়ার লোকেস্বরানন্দ আই ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই ক্যাম্প। এদিন চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) উত্তম ঘোষ, বেলপাহাড়ির এসডিপিও উত্তম গরাই, বিনপুর থানার আইসি স্বরূপ বসাক, বিনপুর থানার অন্যান্য পুলিশ আধিকারিকেরা। এ দিন সব মিলিয়ে মোট ২০০ এর বেশি মানুষ চক্ষু পরীক্ষা করান। অতিরিক্ত পুলিশ সুপার নিজেও চক্ষু পরীক্ষা করান ওই শিবিরে। ওই এলাকার বাসিন্দা গৌতম ঘোষ বলেন আমরা গ্রামের মানুষ সব সময় সম্ভব হয়ে ওঠে না শহরে গিয়ে চক্ষু পরীক্ষা করানোর। এতে আমরা খুব উপকৃত।